Logo
Logo
×

সংবাদ

'তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০১ এএম

'তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার'

কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে মিছিল করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রবিবার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কয়েক'শ শিক্ষার্থী এই প্রতিবাদে মিছিল করছেন। প্রতিবাদ মিছিলে তারা 'চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'তুমি কে আমি কে? রাজাকার, রাজাকার' বলে স্লোগান দেন। এছাড়া গভীর রাতে ঢাবির হলে হলে স্লোগান শো্না যায়, 'তুমি কে আমি কে? রাজাকার রাজাকার'।

এছাড়া একই বক্তব্যের প্রতিক্রিয়া দেশের পাবলিক বিশ্বিবদ্যালয়েও শিক্ষার্থীরা বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে বলে খবর নিয়ে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, 'আমরা আমাদের অধিকার আদায়ে আন্দোলন করছি। আজকে প্রধানমন্ত্রী 'মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে তিনি আমাদের অপমান করেছেন। তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করছি।

আজ চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে। তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কী? নিজের জীবনবাজি রেখে, সংসার সব ফেলে দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। দিনরাত খেয়ে না খেয়ে, কাদামাটি ভেঙে, রোদ-বৃষ্টি-ঝড় মোকাবিলা করে যুদ্ধ করে এ দেশের বিজয় এনেছে। বিজয় এনে দিয়েছিল বলে সবাই উচ্চপদে আসীন।

এর আগে এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা রবিবার (১৪ জুলাই) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গণপদযাত্রা শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন।

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে রাজু ভাস্কর্য-শাহবাগ-মৎস্য ভবন-হাইকোর্ট-বায়তুল মোকাররম হয়ে জিরো পয়েন্টে আসেন তারা।

অন্যদিকে বঙ্গভবন অভিমুখে বাহাদুর শাহ পার্কের সামনে দিয়ে, জজ কোর্ট এলাকা হয়ে রায়সাহেব বাজার মোড়, তাঁতিবাজার মোড় হয়ে জিরো পয়েন্ট মোড়ে গণপদযাত্রা নিয়ে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

এর মধ্যে গুলিস্তানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে পুলিশের ব্যারিকেড সরিয়ে আবারও বঙ্গভবনের দিকে মিছিল নিয়ে যেতে শুরু করেন আন্দোলরত শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বঙ্গভবন গণপদযাত্রা মিছিল জিরো পয়েন্টে জিপিওর সামনে আটকে দেয়। এরপর শিক্ষার্থীরা কিছুক্ষণ সেখানে স্লোগান দেন। পরে পুলিশের বেরিকেড ভেঙে গুলিস্তানের দিকে রওনা দেন আন্দোলনকারী।

পরে পুলিশি বাধায় আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন