Logo
Logo
×

সংবাদ

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে সময় টিভির মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১১:১৫ এএম

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে সময় টিভির মামলা

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ।   রাজধানীর শাহবাগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়।

মামলায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  জানান, সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে অনেককে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ১১ জুলাই সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার  ত্বোহা খান তামিম এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারে, যার একটি তামিমের বাম হাতে লাগে। এ ছাড়া আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেয়ার চেষ্টা করে ও সাংবাদিক তামিমের মাথার পরিহিত হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করে। তারা তামিম ও সুমনকে প্রাণনাশের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় আন্দোলনকারীরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন