Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম

রাজধানীতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল

শনিবার বিকেলে রাজধানীতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল।

দুর্নীতি, লুটপাট বন্ধ ও আকাশছোঁয়া দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে শ্রমজীবী মানুষের ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় তারা দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে নানা স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকেরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। আমরা গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দূর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন