কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে: ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৫:০৭ পিএম
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। তবে এ বিষয়ে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার এই মামলা করা হয়। আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন।
তিনি বলেন, সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়েছে। আবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা বাদী হয়ে একটি মামলা করেছেন।