কোটাবিরোধী আন্দোলন
এক ঘণ্টা অবরোধ, শাহবাগ ছাড়ছেন শিক্ষার্থীরা
কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে এক ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাবি শিক্ষার্থীরা। শুক্রবার ৫টা ২০ মিনিটে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত তারা সড়ক অবরোধ করে স্লোগান দেন।
সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে তারা শাহবাগ মোড় ছেড়ে যাওয়ার কথা জানান।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।
সড়ক অবরোধ করে শাহবাগে অবস্থান
কোটা বাতিলেল দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে মিছিল শুরু হয়। পরে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।
এর আগে বিভিন্ন হল থেকে ছোট ছোট দল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে টিএসসি সড়কদ্বীপ পার হয়ে শাহবাগের দিকে যায়। সেখানে তারা সমাবেশ করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।