তৃতীয় দফা বন্যার কবলে সুনামগঞ্জ, পানিবন্দি লাখো মানুষ
ইউএনবি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৪:৩০ পিএম
সুনামগঞ্জে অবিরাম বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ নিয়ে তৃতীয় দফায় বন্যার মুখোমুখি হতে হচ্ছে সুনামগঞ্জবাসীকে।
১৬ জুন সুনামগঞ্জে বন্যার কবলে পড়ে হাওরবাসীরা। পরবর্তীতে ১ জুলাই দ্বিতীয় দফার বন্যার সম্মুখীন হতে না হতেই আবারও অস্বাভাবিক হারে জেলার সব নদ-নদীর পানি বেড়ে তৃতীয় দফায় বন্যার সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে সুনামগঞ্জের প্রধান নদী সুরমা বিপৎসীমা অতিক্রম করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার লক্ষাধিক মানুষ।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
তাদের তথ্যমতে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জের সীমান্তবর্তী নদী, ধোপাজান, যাদুকাটা ও পাটলাই নদী এবং খাসিয়ামার, চেলা নদী দিয়ে দ্রুত বেগে পানি প্রবাহিত হয়ে জেলার প্রধান নদী সুরমা বিপৎসীমা অতিক্রম করেছে। এছাড়া পানি বেড়েছে হাওরে। এতে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ফের বন্যায় পরিস্থিতি দেখা দিয়েছে। লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত ও ভারতে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। যার ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।