Logo
Logo
×

সংবাদ

কোটাবিরোধী আন্দোলন

শিক্ষার্থীদের সতর্ক করলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৪:২৫ পিএম

শিক্ষার্থীদের সতর্ক করলেন ডিএমপি কমিশনার

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সতর্ক করলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কার্যক্রম করে, তবে সেটি বরদাশত করা হবে না।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।  সেগুনবাগিচায় 'ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ও ফল উৎসব' নামে ওই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন। তাই বিষয়টি এখন আদালতের। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত।

সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্র্যাব ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যায়বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন সাংবাদিকরা। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন