কেন্দ্রীয় ছাত্রলীগের সমাবেশে সভাপতির সামনে হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ২টার দিকে কোটা সংস্কারের ইস্যুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে মিছিল ডেকেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে বৃষ্টির কারণে দেরিতে মিছিল শুরু হয়। তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের বক্তব্য দেওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের অনুসারীদের হাতাহাতি হয়।
এদিকে হাতাহাতি শুরু হলে শয়নের হাত থেকে মাইক নিয়ে স্লোগান দিতে শুরু করেন শেখ ওয়ালি আসিফ ইনান। এসময় ঢাবি সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত মঞ্চ থেকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সমাবেশের সভাপতি বক্তব্য দিতে শুরু করলে তার অনুসারীরা স্লোগান দিতে থাকেন। বারবার স্লোগান থামাতে বললেও তারা থামেননি। এসময় ক্ষুব্ধ হয়ে তাদের উদ্দেশে সাদ্দাম বলেন, সংগঠন কি মামাবাড়ির আবদার? সংগঠন করার জন্য দরকার শৃঙ্খলা! সেটার কী অবস্থা সেটাই দেখতে পাচ্ছি! সংগঠনের শৃঙ্খলা মানছো না, স্লোগান বন্ধ করতে বললে করছো না।
সমাবেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ আসিফ ইনানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাবি শাখা সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত, মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকে।