Logo
Logo
×

সংবাদ

আজ দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম

আজ দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ

সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা এবার বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। শিক্ষার্থীদের উপর হামলা ও জড়িতদের বিচার দাবিতে এবং এক দফা দাবিতে শুক্রবার (১২ জুলাই) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই কর্মসূচি ঘোষণা করেন। 

নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে আজ চতুর্থ দিনের মতো পালিত হয় কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’। বৃহস্পতিবার বেলা সাড়েড়ে ৩টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্লকেড পালনের চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের বাধায় অনেক জায়গায়ই আন্দোলন পণ্ড হয়। তবে রাজধানীতে হাজারো শিক্ষার্থী পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে শাহবাগ অবরোধ করেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন