Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, সড়ক অবরোধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৬:৪২ পিএম

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা, সড়ক অবরোধ

কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এর আগে চট্টগ্রামে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করে পুলিশ। আহত হন কয়েকজন। পরে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইটে এসে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

এর আগে শাটলে করে বেলা ৩টার দিকে চট্টগ্রাম বটতলী স্টেশনে পৌঁছে শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের টাইগারপাস এলাকায় যান। এ সময় পুলিশি বাঁধার সম্মুখীন হন তারা। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।  এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন