পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৬:০৫ পিএম
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এই অবরোধ চলে প্রায় এক ঘণ্টা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শিক্ষার্থীরা প্রশাসনের অনুরোধে ক্যাম্পাসে ফিরে যান।
এর আগে সাধারণ শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে সমাজ বিজ্ঞান বিভাগের সামনে জড়ো হন। পরে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।