Logo
Logo
×

সংবাদ

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:৩৮ পিএম

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান

কোটা সংস্কার আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। পুলিশের ব্যারিকেড ভেঙে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় তাঁরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। আন্দোলনকারীরা এ সময় পুলিশের উদ্দেশ্যে ভুয়া ভুয়া দুয়োধ্বনি দেন। এদিকে কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিছিল মৎস্য ভবন পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘জনরোষ তৈরি হয়েছে। পুলিশ দিয়ে আমাদের যৌক্তিক আন্দোলন দমন করা যাবে না। আমরা ব্লকেড কর্মসূচি চালিয়ে যাব।’ 

এর আগে কোটা সংস্কার আন্দোলনে শাহবাগে অবস্থান নেওয়ার জন্য কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের একপাশে (মধুর ক্যান্টিনে) অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

তবে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে দেখা যায় শিক্ষার্থীদের। এসময় শাহবাগ-বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন