পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:০২ পিএম

পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা নিয়ে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমানে তারা সেখানেই অবস্থান করছেন।
এর আগে কোটাবিরোধী আন্দোলনকারীদের অবরোধ ঠেকিয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) তালাবদ্ধ করে রাখা হয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন শিক্ষার্থীরা। পরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা এ সময় ভুয়া ভুয়া স্লোগান দেন। তারা বলছেন, কোটা সংস্কারের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।