Logo
Logo
×

সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি অবস্থান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৪:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি অবস্থান

কোটা সংস্কার আন্দোলনে শাহবাগে অবস্থান নেওয়ার জন্য কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের একপাশে (মধুর ক্যান্টিনে) অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ৩টার কিছুক্ষণ পর থেকেই এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় উভয় পক্ষকে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে আজ বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের মিছিল করার কথা ছিল। তবে এখন পর্যন্ত তারা মিছিল বের করেনি। আবার বেলা সাড়ে ৩টায় আন্দোলনকারী শিক্ষার্থীদেরও কর্মসূচি পালনের কথা ছিল। তারাও এখনো কর্মসূচি (বাংলা ব্লকেড) শুরু করেননি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন