Logo
Logo
×

সংবাদ

শিক্ষার্থীদের ৪ সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম

শিক্ষার্থীদের ৪ সপ্তাহ সড়কে বসতে দেবে না পুলিশ

আগামী ৪ সপ্তাহ কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়কে বসতে দেবে না পুলিশ। আর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা নেবে পুলিশ।  আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।

গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা পুলিশের বাধা তোয়াক্কা না করে আন্দোলন করছেন। গতকাল আপিল বিভাগের ঘোষণার পর আজ বৃহস্পতিবার বিকেল ৩টার পর থেকে আবারও ‘বাংলা ব্লকেড’ পালনের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিল পুলিশ।

সর্বশেষ গতকাল বুধবার শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কপথ, রেলপথ অবরোধ করে রাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের। এতে করে দুপুর থেকে দিনভর চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষদের। বিশেষ করে রাজধানীতে জনজীবন স্থবির হয়ে উঠেছিল প্রায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন