Logo
Logo
×

সংবাদ

কোটা আন্দোলনকারীদের বোঝাতে বললেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১২:৩০ পিএম

কোটা আন্দোলনকারীদের বোঝাতে বললেন প্রধান বিচারপতি

কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের বোঝানোর জন্য আইনজীবীদের বললেন প্রধান বিচারপতি  ওবায়দুল হাসান। তিনি বলেছেন, আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা। বৃহস্পতিবার (৯ জুলাই) অন্য একটি মামলার শুনানিতে প্রসঙ্গক্রমে এ কথা বলেন।

এ সময় জ্যেষ্ঠ আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছে তাদের আপনারা পরামর্শ দিন, তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে? নির্বাহী বিভাগের যেকোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। 

প্রধান বিচারপতি বলেন, আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে আদালতে তুলে ধরতে পারে। আমরা  তাদের কথা গুরুত্ব দিয়ে শুনব।

দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে ১৬ দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

শুনানিতে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, দেশের স্বার্থে হাইকোর্ট দেশকে দুর্নীতিমুক্ত করতে ১৬ দফা পরামর্শ দিয়েছেন।

তখন প্রধান বিচারপতি বলেন, আমরা কি সংসদকে পরামর্শ দিতে পারি? হাইকোর্ট সরকারকে নির্দেশনা দিতে পারেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি যদি চান তাহলে  সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারেন। রাষ্ট্রপতি সেই পরামর্শ গ্রহণ করতে পারেন, নাও পারেন।

একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আপনারা তো সুপ্রিম কোর্ট বারের নেতা, দেশের প্রতি আপনাদের দায়িত্ব আছে। যারা কোটা নিয়ে আন্দোলন করছে, তাদের বোঝান, পরামর্শ দিন। আদালতের দরজা তাদের জন্য সব সময় খোলা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন