Logo
Logo
×

সংবাদ

এমন দৃশ্যে চোখে আরাম লাগে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৮:৩১ পিএম

এমন দৃশ্যে চোখে আরাম লাগে

প্রিজন ভ্যানের ভেতর পানি দেওয়ার চেষ্টা শিক্ষার্থীর। ছবি: বাংলা আউটলুক

দেশের মধ্যে শ্রেণি বৈষম্য ক্রমশ বাড়ছে। একদিকে গুটিকয়েক দলদাস আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, অন্যদিকে দেশের অধিকাংশ সাধারণ মানুষ নানা সমস্যা নিয়ে জীবন যাপন করছে। 

সার্বিক পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার যেন কোনো উপায় নেই। তারপরও হঠাৎ হঠাৎ আশাবাদী হওয়ার মতো ঘটনা ঘটে। সাধারণ মানুষ ভাবে ওই তো নিকষকালো অন্ধকার ভেদ করে আলো ফুটছে। ক্রমশ আলো আসছে। তেমনই একটি ঘটনা—ঠিক ঘটনা নয়, একটি আশা জাগানিয়া দৃশ্য চোখে পড়েছে বাংলা আউটলুক প্রতিনিধির। 

আজ বুধবার (১০ জুলাই) ঢাকাসহ সারাদেশে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবি আন্দোলন চলে। এই আন্দোলনের অংশ হিসেবে কাওরানবাজারে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এই সময় রাস্তায় একটি প্রিজন ভ্যান আটকা পড়ে। ভ্যানটির ভেতরে কয়েদি ছিল। ভ্যানের ভেতর থেকে তপ্ত রোদে তৃষ্ণার্ত কেউ একজন পানি চেয়েছিলেন। তখন এক আন্দোলনকারী পানি দেওয়ার চেষ্টা করেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন