Logo
Logo
×

সংবাদ

ঘনিষ্ঠজনদের দাবি

টিউলিপ হতে পারেন ব্রিটেনের নগরমন্ত্রী

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১০:৩৪ পিএম

টিউলিপ হতে পারেন ব্রিটেনের নগরমন্ত্রী

সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক

সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নগরমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। 

যদি টিউলিপ নগরমন্ত্রী হন তাহলে তিনি আর্থিক সেবা খাতের তত্ত্বাবধান করবেন। নগরমন্ত্রী হিসেবে তিনি স্থলাভিষিক্ত হবেন বিম আফোলামিরের। 

টিউলিপের দল লেবার পার্টি যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারিয়েছে। আর নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন টিউলিপ। তিনি লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন।

ফিন্যান্সিয়াল টাইমসকে গত মে মাসে টিউলিপ জানান, ব্রিটেনের শ্রম বাজারকে প্রতিযোগিতামূলক করতে ও এর বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে তিনি আরও বেশি কাজ করতে চান। 

৪১ বছর বয়সী টিউলিপ ২০১৫ সালে প্রথম হ্যাম্পস্টেড-কিলবার্ন আসনের প্রার্থী হয়ে বিজয়ী হন। এরপর ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনেও একই আসন থেকে জয় পান তিনি। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন