Logo
Logo
×

সংবাদ

র‍্যাবে বড় রদবদল, মুখপাত্র ও পাঁচ অধিনায়ক পরিবর্তন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৭:২৬ পিএম

র‍্যাবে বড় রদবদল, মুখপাত্র ও পাঁচ অধিনায়ক পরিবর্তন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মুখপাত্রসহ পাঁচটি অধিনায়ক পদে পরিবর্তন এনেছেন র‍্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ইমতিয়াজ আহমেদ এ রদবদলকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছেন। 

এক প্রশ্নের জবাবে বাংলা আউটলুককে ইমতিয়াজ আহমেদ বলেন, 'নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই রদবদল হয়েছে। এছাড়া অন্য কোনো বিষয় নাই।'  

নতুন আদেশ অনুযায়ী র‍্যাবের মুখপাত্র সদর দপ্তরের সদ্য নিয়োগ পাওয়া লিগাল ও মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র‍্যাব-৮ বরিশাল অঞ্চলে  অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কমান্ডার আরাফাত এর আগে র‍্যাব-১৩ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 

কমান্ডার আরাফাতের স্থান পূরণ করবেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস। তিনি বর্তমানে র‍্যাব-৫ এর অধিনায়ক হিসেবে রাজশাহী অঞ্চলে কর্মরত।  

আর বর্তমান র‍্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী জুবায়ের আলম শোভনকে র‍্যাব-৩ ঢাকায়  পাঠানো হয়েছে। র‍্যাব-৩ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কোভিদকে র‍্যাব-৫ এর অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া র‍্যাব ৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমানকে র‍্যাব সদর দপ্তরে অপারেশন শাখায় পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বর্তমানে র‍্যাবে ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে ব্যাটেলিয়ান ১, ২,৩, ৪ ও ১০ ঢাকাকেন্দ্রিক। বাকিগুলো ঢাকার বাইরে অবস্থিত।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন