ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাত ৮টা পর্যন্ত অবরোধ করে রাখবেন শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৬:৩১ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) আশপাশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) আশপাশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ রাত ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ৩টার দিকে কুবি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিভিন্ন ব্যানার, পোস্টারসহ মিছিল নিয়ে কোটবাড়ি বিশ্বরোডে জড়ো হন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়।‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে শিক্ষার্থীর জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘সারা বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে আজ তৃতীয় দিনের মতো আমাদের কুমিল্লার কর্মসূচি অব্যাহত রয়েছে। ২০১৮ সালের পরিপত্র বহাল ও কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আগামীতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে। তাদের আজকের এই কর্মসূচি চলবে রাত ৮টা পর্যন্ত।'