Logo
Logo
×

সংবাদ

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৫:৪০ পিএম

আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন

শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার বিষয়টি ফের শুনানির জন্য আসবে। আমরা বুধবারও যদি পূর্ণাঙ্গ রায় পাই তাহলে নিয়মিত আপিল করবো।

আজ সোমবার (৮ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন,  সরকারি চাকরিতে কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা উচিত নয়। কারণ, এটা সাবজুডিস মেটার। সরকারের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না। 

আমিন উদ্দিন আরও বলেন, আদালত রায় দিয়েছেন, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের এ ধরনের আন্দোলনটা আমি মনে করি উচিত নয়। তাদের বলবো, যে বিষয়টা বিচারাধীন, সেটা রাজপথে না আনা। কারণ আদালত তো আছেই, বিচার হচ্ছে, হবে। সেক্ষেত্রে তাদের আমি একটু ধৈর্য ধরতে অনুরোধ করবো। আমি জানি না, তারা কেন আন্দোলন করছেন? আমি মনে করি আন্দোলন না করাই ভালো।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন