Logo
Logo
×

সংবাদ

‘বাংলা ব্লকেড’

শাহবাগ-সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

শাহবাগ-সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ।

শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। নিউমার্কেটের দিক থেকে আজ সোমবার বিকেল ৪টায় একদল শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করেন। এর পর পরই শিক্ষার্থীদের আরেকটি দল মিছিল নিয়ে টিএসসি থেকে শাহবাগ মোড় এসে সড়ক অবরোধ করেন।

এর আগে, বেলা সাড়ে ৩টা থেকে কয়েক দফা সায়েন্সল্যাব মোড়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করেন। তবে বিকেল ৪টার আগ থেকেই শাহবাগ মোড়ে পুলিশের অবস্থান দেখা যায়। তবে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে প্রথমেই সড়ক ঘিরে ফেলেন। পরে ব্যারিকেড দিয়ে সড়ক আটকে দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

গতকাল রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দাবি মেনে নেন। না হয় ১০০ শতাংশ কোটা দিয়ে দেন। ঘোষণা করে দেন— এটা কোটাধারীদের দেশ। আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্রধর্মঘট চলবে। পাশাপাশি `বাংলা ব্লকেড’ কর্মসূচিও চলবে। 

সারা দেশে এ কর্মসূচি পালন করারও আহ্বান জানিয়ে নাহিদ আরও বলেন, `আমরা সংবিধান স্বীকৃত বিষয়ে কথা বলছি, সংবিধানে সমতার কথা বলা আছে। আমাদের আদালত দেখিয়ে লাভ নেই। আমরা সংবিধান স্বীকৃত বিষয়ে আন্দোলন করছি।

সারা দেশে এ কর্মসূচি পালন করারও আহ্বান জানিয়ে নাহিদ আরও বলেন, `আমরা সংবিধান স্বীকৃত বিষয়ে কথা বলছি, সংবিধানে সমতার কথা বলা আছে। আমাদের আদালত দেখিয়ে লাভ নেই। আমরা সংবিধান স্বীকৃত বিষয়ে আন্দোলন করছি।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র আন্দোলন চলছে।

এর আগে ২০১৮ সালে সরকার ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে নবম থেকে ত্রয়োদশ গ্রেডের চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করেছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটাও বাতিল হয়। হাইকোর্ট গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। এরপর থেকে ফের বিভিন্ন ক্যাম্পাসে কোটা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন