Logo
Logo
×

সংবাদ

ফ্রান্সে সংসদ নির্বাচনের ভোটে প্রথম রাউন্ডের উল্টো চিত্র দ্বিতীয় রাউন্ডে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০১:০১ পিএম

ফ্রান্সে সংসদ নির্বাচনের ভোটে প্রথম রাউন্ডের উল্টো চিত্র দ্বিতীয় রাউন্ডে

জোট করেও ভরাডুবির পথে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দল

সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে জয়ের পথে এগিয়ে গেল বামপন্থিরা। প্রথম রাউন্ড ভোট দেখে বিশেষজ্ঞরা অনুমান কবছিলেন ফ্রান্সের সাধারণ নির্বাচনে জয় পাবে দক্ষিণপন্থিরা। কিন্তু শনিবার দ্বিতীয় রাউন্ড ভোটে এগিয়ে যায় বামপন্থিরা। বুথফেরত জরিপ অনুযায়ী, বামপন্থিরা পেতে পারে ১৮৭টির বেশি আসন।

প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দলের নেতৃত্বে তৈরি জোট পেতে পারে ১৬১ থেকে ১৬৯টি।

আর প্রথম রাউন্ডে যারা এগিয়ে ছিল সেই চরম দক্ষিণপন্থি মারি লে পেনের দল আরএন পেতে পারে ১৩৫ থেকে ১৪৩টি আসন। 

তবে বামপন্থিরা সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জায়গায় তারা পৌঁছাতে পারছে না। ৫৭৭ আসনের ফরাসি পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ২৮৯টি আসন। সরকার গঠন করতে তাদের অন্যদের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে।

ইমানুয়েল মাক্রোঁর দল মধ্যপন্থি বলে পরিচিত। মাক্রোঁ প্রেসিডেন্ট পথে থাকতে পারবেন ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু তাকে তাকিয়ে থাকতে হবে অন্যদের ওপর। তা তিনি করবেন নাকি পদত্যাগ করবেন সেই জল্পনা-কল্পনা চলছে এখন। পার্লামেন্টে যদি বামপন্থি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে পদে পদে বাধা পেতে হবে মাক্রোঁকে। বর্তমান প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটাল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নির্বাচনের ফল ঘোষণা হলেই তিনি পদত্য়াগ করবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন