Logo
Logo
×

সংবাদ

নীলক্ষেত-সায়েন্স ল্যাবে কোটাবিরোধীদের অবস্থান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৫:০৭ পিএম

নীলক্ষেত-সায়েন্স ল্যাবে কোটাবিরোধীদের অবস্থান

রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা কলেজ ও ইডেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছে।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। আজ রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা কলেজ ও ইডেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাস থেকে নেমে অনেককে এ সময় হেঁটে গন্তব্যস্থল যেতে দেখা গেছে।

আজ বেলা ২টার সময়ে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আর ইডেন কলেজের শিক্ষার্থীরা বেলা ৩টার দিকে ইডেন কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীদের ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা নয়, মেধা চাই’, ‘চাকরি পেতে, স্বচ্ছ নিয়োগ চাই’-সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে সাইন্সল্যাব মোড়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন