শুনানি 'নট টুডে', মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সিদ্ধান্ত দেননি চেম্বার আদালত। বৃহস্পতিবার (৪ জুলাই) এ সংক্রান্ত আবেদনটি শুনানি অন্যদিন করার আদেশ দেন।
আইনজীবীরা জানান, রিটকারীদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী উপস্থিত নেই উল্লেখ করে 'নট টুডে' রাখার আরজি জানান আইনজীবী জহিরুল ইসলাম। তিনি বলেন, সিনিয়র আইনজীবী আজ উপস্থিত নেই। তাই নট টুডে রাখা যেতে পারে।
তবে এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দাঁড়ালে আপিল বিভাগ তাকে লিভ টু আপিল করতে বলেন। আদালত তাকে উদ্দেশ্য করে বলেন, রাস্তায় এত আন্দোলন কিসের? আন্দোলনের কারণে হাইকোর্টের রায় পরিবর্তন করতে হবে? পরে আদালত ‘নট টুডে’ আদেশ দেন।
এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহালই থাকলো বলে আইনজীবীরা জানিয়েছেন।