বাইডেন বললেন
ট্রাম্পকে দায়মুক্তি একটি বিপজ্জনক নজির
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ফৌজদারি মামলার বিচারে দেশটির সুপ্রিম কোর্ট দায়মুক্তির যে রায় দিয়েছেন সে সম্পর্কে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি একটি বিপজ্জনক নজির। তিনি বলেন, এই রায় আইনের শাসনকে অবজ্ঞা করেছে।
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মনে করছেন, ‘এই রায় আমেরিকানদের জন্য ভয়ানক।’
এর আগে ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য ‘বড় জয়’ বলে স্বাগত জানিয়েছেন।
বিচারপতিরা সোমবার তাদের রায়ে বলেছেন, একজন রাষ্ট্রপতির অফিসিয়াল কর্মকাণ্ড বিচারের মধ্যে পড়ে না। তবে ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের জন্য তার বিচার হতে পারে।
২০২০ সালে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বিকৃত করার চেষ্টার অভিযোগ ওঠে। নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্পের অনুসারীরা হোয়াইট হাইজে হামলা চালায়। এতে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়।
সোমবার একটি টেলিভিশন বিবৃতিতে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘এই জাতি এই নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল যে, আমেরিকায় কোনো রাজা নেই। আমরা প্রত্যেকেই আইনের সামনে সমান। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও না। কিন্তু আজকের [আদালতের] সিদ্ধান্ত প্রায় নিশ্চিতভাবেই বোঝায় যে, একজন প্রেসিডেন্ট যা করতে পারেন তার কার্যত কোনো সীমা নেই।’
বাইডেন বলেন, ‘যে লোকটি তার উচ্ছৃঙ্খল অনুসারীদের রাজধানীতে পাঠিয়েছিল, সেদিন যা ঘটেছিল তার জন্য শাস্তি হবে—আমেরিকান জনগণ আদালতের কাছে তা আশা করেছিল।’
আদালতের রায়ে ট্রাম্প হেরে গেলে তিনি আর নির্বাচন করতে পারতেন না। আগামী নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সূত্র:বিবিসি