কার্পেটিংয়ে গর্তের পর এবার রংপুরে শেখ হাসিনা সেতুর রেলিংয়ে ফাটল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:৫৫ পিএম
রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতু।
রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুর কার্পেটিংয়ে আগেই গর্ত তৈরি হয়েছিল। এবার রেলিংয়ে ফাটল দেখা দিয়েছে। এতে সামান্য হেলে গেছে আঘাতপ্রাপ্ত রেলিংটি। এ কারণে আতঙ্ক বিরাজ করছে সেতুর ওপর দিয়ে চলাচলকারীদের মধ্যে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর মহিপুরের দিকে রেলিংয়ে ফাটল দেখতে পায় পথচারীরা। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনসহ উপজেলা প্রকৌশলীর দপ্তরে বিষয়টি অবহতি করে।
গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, রাতে কোন ভারী যানবাহন সেতুর ওপর ঘোরানো কিংবা চলাচল করার সময় রেলিংয়ে ধাক্কা দিয়েছে। এ কারণে রেলিংয়ের একটি স্থানে ফাটল দেখা দিয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান প্রকৌশলী মজিদুল ইসলাম।
উল্লেখ্য, গত ২১ জুন তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর উত্তর পাশের প্রায় ৭ ফুট কার্পেটিং ভেঙে যায়। ভারী যানবাহন চলাচলের কারণে কার্পেটিং ভেঙে যায় বলে বলা হচ্ছে। এতে সেতুর ওপর গর্তের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঢাকা থেকে একটি প্রতিনিধি দল রংপুরে এসে সেতুর কার্পেটিং মেরামত করে।