Logo
Logo
×

সংবাদ

৩ দিন পর আদানির বিদ্যুৎ ফিরল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:৩২ পিএম

৩ দিন পর আদানির বিদ্যুৎ ফিরল

ভারতের আদানি গ্রুপের কেন্দ্র থেকে হঠাৎ করে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। লোডশেডিং দেখা দেয় ঢাকার বাইরে গ্রামাঞ্চলে। তবে তিন দিন বন্ধ থাকার পর আজ সোমবার ভারতের ঝাড়খণ্ড থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎ ফের আসা শুরু হয়েছে।

আদানি পাওয়ারের একজন মুখপাত্র (বাংলাদেশ) জানান, ত্রুটি সারানো হয়েছে। আজ সোমবার ভোরে একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। দুপুর নাগাদ সেখান থেকে 'ফুল লোডে' বিদ্যুৎ আসা শুরু করেছে। আগামী ৫ জুলাই অপর ইউনিট চালু করার সম্ভাব্য তারিখ রাখা হয়েছে।

উল্লেখ্য, আদানি গ্রুপের কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে। এই কেন্দ্রটির দুটি ইউনিট থেকে গড়ে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত। তবে দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে উৎপাদন অর্ধেকে নেমে যায়। আর গতকাল শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে যায়। 

এদিকে আগে থেকেই নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ ছিল। ত্রুটি অনুসন্ধানে সেখানে কাজ করা হচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন