Logo
Logo
×

সংবাদ

সর্বাত্মক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ক্লাস-পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ পিএম

সর্বাত্মক কর্মবিরতিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ক্লাস-পরীক্ষা বন্ধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদোগে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। ছবি: বাংলা আউটলুক

শিক্ষকদের কর্মবিরতির কারণে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। আজ সোমবার (১ জুলাই) এই কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

সর্বজনীন পেনশনের 'প্রত্যয় স্কিমকে' বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহার দাবিতে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। শুধু শিক্ষকই নন, আন্দোলনে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও। 

শিক্ষকদের এই কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। সব ধরনের ক্লাস বন্ধ, সব পরীক্ষা তারা বর্জন করেছেন। মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিভাগীয় চেয়ারম্যানরা বিভাগীয় অফিস বন্ধ রেখেছেন, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সব সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রেখেছেন শিক্ষকরা। একাডেমিক কমিটি, সমন্বয় ও উন্নয়ন কমিটি, প্রশ্নপত্র সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে না।

এর আগে গতকাল রবিবার ঢাবি কলাভবনের মূলফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূইয়া। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শিক্ষকরা তিন দাবিতে এই কর্মবিরতিতে যান। দাবি তিনটি হলো- প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। আর কর্মকর্তা-কর্মচারীদের দাবি শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ নিজেদের দাবি আদায়ে গতকাল পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশও করেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন