Logo
Logo
×

সংবাদ

১০ বছরে বিমান বহরে যুক্ত হবে আরও ৩২ উড়োজাহাজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৬:৩১ পিএম

১০ বছরে বিমান বহরে যুক্ত হবে আরও ৩২ উড়োজাহাজ

আগামী ১০ বছরের মধ্যে আরও ৩২টি উড়োজাহাজ যুক্ত করা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাস উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে এসব উড়োজাহাজ কেনা হবে। আজ রোববার কুর্মিটোলায় বিমানের বলাকা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞা।

মো. জাহিদুল ইসলাম ভূঞা বলেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের কুম্মিংসহ বিভিন্ন গন্তব্যে নতুন রুট চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে বিমান। একই সাথে বিমানের অলাভজনক রুট চিহ্নিত করে যেসব রুটে চাহিদা বেশি সেখানে বেশি ফ্লাইট চালানো হবে। এজন্য ২০৩৪ সালের মধ্যে বিমানের বহরে নতুন ৩২টি উড়োজাহাজ যুক্ত করা হবে। বিমানকে গতিশীল এবং এগিয়ে নিতে হলে ক্রয় অথবা লিজ নিয়ে বিমানের বহরে এসব নতুন উড়োজাহাজ যুক্ত করতে হবে। তিনি বলেন, আপাতত এয়ারবাস থেকে বিমান কেনা হবে পাশাপাশি বোয়িংয়ের প্রস্তাব বিবেচনা করা হবে।

দুর্নীতি করে কোনো প্রতিষ্ঠান আগাতে পারে না জানিয়ে জাহিদুল ইসলাম ভূঞা বলেন, ‘এখানে কোনো সুযোগ নাই। এর আগে, এখানে যারা দুর্নীতি করেছে বিভিন্ন লেয়ারে, তাদের শাস্তি হয়েছে। কাউকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, কাউকে পদাবনতি করা হয়েছে, কারও বেতন কমানো হয়েছে। আমিও এই জায়গাগুলোতে কাজ করব এবং তা অব্যাহত থাকবে। আমরা টিকেটিংয়ের জায়গা ও দুর্নীতির জায়গা থেকে মুক্ত হতে চাই। ডিজিটালের পূর্ণ সুবিধা ব্যবহার করে যাত্রীদের সুবিধা দিতে চাই।’

জাহিদুল ইসলাম ভূঞা বলেন, ‘থার্ড টার্মিনালে বিমান গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য প্রস্তুত। বিমান এটি গত ৫২ বছর ধরে করছে। বিভিন্ন দেশের অধিকাংশ বিমানবন্দরে যারা ন্যাশনাল ক্যারিয়ার বা তাদের সিস্টার্স কনসার্ন তারাই দায়িত্ব পালন করে। সেই হিসেবে বিমান এটা দাবি করে। সেই হিসেবে আমরা আশাবাদী।’

জাহিদুল ইসলাম ভূঞা আরও বলেন, ‘প্রফিট-লস সিএ ফার্ম দিয়ে নির্ণয় করা হয়। এ ছাড়া পেট্রোবাংলার বিপিসিতে আমরা নিয়মিত পেমেন্ট করে যাচ্ছি। বকেয়া কমানোর প্রক্রিয়া অন গোয়িং।’ বিমানের ফ্লাইট বিলম্ব সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অন-টাইম পারফরম্যান্স নরমালি ৭৪ পার্সেন্ট। গত মাসের সেটি ৬৭ শতাংশ ছিল। কীভাবে ডিলে কমানো যায় সে বিষয়ে আমি পরিকল্পনা করছি।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মতিউল ইসলাম, পরিচালক গ্রাহকসেবা মো. হায়াদউদ দৌল্লা খান, পরিচালক (প্রকিউরমেন্ট ও লজিস্টিক) মমিনুল ইসলাম, পরিচালক (কার্গো) মো. মাহমুদুল আলম, পরিচালক (প্রকৌশল ও লজিস্টিক) এয়ার কমডোর মনিরুল ইসলাম প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন