Logo
Logo
×

সংবাদ

ভারতের রেললাইন ডেকে আনা মানে শনির দশা ডেকে আনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১০:৫৩ এএম

ভারতের রেললাইন ডেকে আনা মানে শনির দশা ডেকে আনা: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশে ভারতের রেল প্রকল্পের সমালোচনা করেছেন। তিনি বলছেন, ‘জনগণের সম্মতি ব্যতিরেকে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত রেলপথ নির্মাণ একাত্তরের শহীদদের রক্তকে অসম্মান করার শামিল।’

তিনি বলেন, বাংলাদেশের সীমান্ত রক্তে ভেজা। ভারত থেকে বয়ে আসা বাংলাদেশের নদীগুলো উষর মরুভূমিতে পরিণত হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের বুক চিরে রেললাইন বসিয়ে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হলে বাংলাদেশের জনগণের ভাগ্যে শনির দশা ডেকে আনা হবে।’ 

গতকাল শুক্রবার (২৮ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপিনেতা।

তিনি বলেন, ‘দেশবিরোধী এই চুক্তি আড়াল করতেই সম্প্রতি ছাগলকাণ্ড, আজিজকাণ্ড থেকে নানা কাণ্ড সামনে আনছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।’ 

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতবিরোধিতার নামে আজ যারা আন্দোলনের সুযোগ খোঁজার চেষ্টা করছেন তারা ফের ভুল পথে যাচ্ছেন।

ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরের কথায় ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে, তার পরও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে। এ ধরনের কথা কেবল নতজানু, জনগণের ক্ষমতা ছিনতাইকারীদের মুখেই সাজে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন