Logo
Logo
×

সংবাদ

গাছ লাগাতে গিয়ে ঢলে পড়লেন ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৪:৩৬ পিএম

গাছ লাগাতে গিয়ে ঢলে পড়লেন ডেপুটি স্পিকার, হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গাছ লাগানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (২৮ জুন) দুপুরের দিকে তার পিাবনার বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। পরে জরুরি চিকিৎসার জন্য সাড়ে ৩টার দিকে তাকে বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শামসুল হক টুকু। উদ্বোধন শেষে নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্ত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন।  এ সময় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন‌ এবং ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কিছুটা সুস্থতাবোধ করায় তাকে নিজ বাসায় নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। উনার হার্টের অবস্থা তেমন ভাল নয়, এজন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন