Logo
Logo
×

সংবাদ

সেনা পুলিশের রেশনের চাল-আটার দাম বাড়ল ৩৩ বছর পর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১২:৫৪ এএম

সেনা পুলিশের রেশনের চাল-আটার দাম বাড়ল ৩৩ বছর পর

সেনাবাহিনী, পুলিশসহ যেসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রেশন পান তাদের চাল ও আটার দাম বাড়ানো হয়েছে। প্রায় ৩৩ বছর পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এর আগে ১৯৯১ সালে রেশন পণ্যের দাম নির্ধারণ করেছিল সরকার।

রেশনের প্রতি কেজি চাল ও আটার বিক্রয়মূল্য কয়েক গুণ বাড়ানো হয়েছে, প্রায় ৮০০ শতাংশ। নতুন দাম আসছে ১ জুলাই থেকে কার্যকর হবে।

বর্তমানে সামরিক বাহিনী ও বাংলাদেশ পুলিশের সদস্যসহ প্রাধিকারপ্রাপ্ত ১০টি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী রেশন পান। ইংরেজি দৈনিক দ্য বিজনেজ স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রেশন পণ্যের নতুন দাম সম্পর্কে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে রেশনের চাল ও আটার দাম হবে পণ্য দুটির সরকার নির্ধারিত বাজার মূল্যের ২০ শতাংশ। এ হিসেবে প্রতি কেজি রেশনের চালের দাম পড়বে ১১ টাকা, আর আটার কেজি হবে ১২ টাকা। 

বর্তমানে প্রতি কেজি রেশনের চাল ও গমের মূল্য প্রতিষ্ঠানভেদে ১.০৯ টাকা থেকে ১.৮০ টাকা। অর্থবিভাগের বাজেট উপসচিব নূরউদ্দিন আল ফারুক স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, চাল ও গমের বিক্রয়মূল্য হবে সংশ্লিষ্ট অর্থবছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের ২০ শতাংশ। 

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় অর্থবিভাগের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার কাছে আগামী অর্থবছরের জন্য নির্ধারিত চাল ও গমের অর্থনৈতিক মূল্য সম্পর্কে জানতে চাইলে, তারা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি। তবে প্রতিটন চাল ও গমের মূল্য ৫০,০০০ টাকার বেশি নির্ধারণ করা হয়েছে বলে জানান তারা। এ হিসাবে রেশনের চাল ও গমের প্রতিকেজির দাম হবে ১০ টাকা।

বর্তমানে সশস্ত্র বাহিনী বিভাগ (সেনা, নৌ ও বিমান বাহিনী), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা রেশন সুবিধা পেয়ে থাকেন। 

সংস্থাভেদে চার সদস্যের একটি পরিবার প্রতি মাসে ১.০৯ টাকা থেকে ১.৮০ টাকা দরে ৩৫ কেজি চাল ও ৩০ কেজি করে আটা পেয়ে থাকে। এ ছাড়া প্রায় ৩ টাকা কেজি দরে ৫ কেজি চিনি, ১.২০ টাকা দরে ৮ কেজি মসুর ডাল এবং ২.৩০ টাকা দরে ৮ লিটার সয়াবিন তেল পায়। পুলিশের সদস্যরা বর্তমানে ১.২০ টাকা কেজি দরে চাল ও আটা পাচ্ছেন।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন