বেগম উম্মে সালমা মাহবুব। ছবি: সংগৃহীত
’৬৯-এর গণঅভ্যুথ্যানের অন্যতম ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ’র সহধর্মিনী বেগম উম্মে সালমা মাহবুব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে ঢাকার গ্রীন রোডে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার ও ডিমনেশিয়া রোগে ভোগছিলেন।
তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী ও তিন কন্যা, নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উম্মে সালমা মাহবুরের বাবার নাম মির্জা আবদুল আওয়াল। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালে পাবনা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের সময় জাতীয় সংসদের সদস্য ছিলেন।