-667c26a1a75b7.jpg)
কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া পানীয় বাজারজাত করার মামলায় জামিন পেয়েছেন। তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (২৬ জুন) হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ তাকে জামিন দেন ।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ‘ব্লু ড্রিংকস’ বাজারজাত করার অভিযোগে বিশুদ্ধ খাদ্য আদালতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলা করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম। মামলার পর ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত ১৩ জুন ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ইফতেখার রাফসানের পক্ষে শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বিনয় কুমার ঘোষ।
ইফতেখার রাফসানের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্ট রাফসানকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। মেয়াদ শেষে তাকে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে আত্মসমর্পণ করতে হবে।