Logo
Logo
×

সংবাদ

জিডিপি ও ভোগের অনুপাত কমেছে বিদায়ী অর্থ বছরে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০১:০০ পিএম

জিডিপি ও ভোগের অনুপাত কমেছে বিদায়ী অর্থ বছরে

আর কয়েক দিনের মধ্যেই শেষ হচ্ছে চলতি অর্থ বছর। কেমন গেল জিডিপির অনুপাতে মানুষের জীবনযাপন?

বলাই বাহুল্য, গত তিন বছরের মধ্যে এই অর্থ বছর সর্বনিম্ন ছিল মানুষের ক্রয়ক্ষমতা। ধারাবাহিক  মুদ্রাস্ফীতি, আয়-ব্যয়ের বিরাট বৈষম্যে সাধারণ মানুষের ভোগের মেনু থেকে বেরিয়ে গেছে অনেক পণ্যসামগ্রী। এ কথা অর্থনীতিবিদরা যেমন বলছেন তেমনি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রণীত তথ্য-উপাত্ত তা প্রমাণ করছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছর ভোগ-জিডিপি অনুপাত ১ দশমিক ৮৫ শতাংশ পয়েন্ট কমে গেছে।

জাতীয় পর্যায়ে ব্যক্তিগত ও সরকারি উভয় ক্ষেত্রে ভোগের পরিমাণ কমেছে, যা সামগ্রিকভাবে জীবনযাত্রার মানকে প্রভাবিত করেছে।

সবাই জানেন, দাম বৃদ্ধির কারণে অনেকে তাদের ক্রয় মেনু কাটছাঁট করেছেন।

বিবিএসের তথ্য, আগের অর্থবছরের ৭৪ দশমিক ২৪ শতাংশ থেকে ২০২৩-২৪ অর্থবছর ভোগ-জিডিপি অনুপাত ৭২ দশমিক ৩৯ শতাংশে নেমে এসেছে।

২০২১-২২ অর্থ বছর জিডিপি-ভোগ অনুপাত ৭৪ দশমিক ৭৮ শতাংশ রেকর্ড করা হয়েছে যা সাম্প্রতিক অতীতে সর্বোচ্চ।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থ বছর জিডিপির তুলনায় ভোগ কম হারে কমলেও বেসরকারি ভোগ উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে, জিডিপির পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত খরচ ১ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট কমিয়ে ২০২৩-২৪ অর্থ বছর ৬৬ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২২-২৩ অর্থ বছর সেটা ছিল ৬৮ দশমিক ৫৮  শতাংশ।

মুদ্রাস্ফীতির চাপ গত দেড় বছরে জনগণের আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। উৎপাদন ও সরবরাহের উপর বিরূপ প্রভাবে মানুষকে সামগ্রিক ভোগ কমাতে বাধ্য করেছে।

সরকারি হিসাবে, গত দেড় বছরে পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতি ৯ শতাংশের বেশি হার বজায় রেখেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত মে মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

২০২৩ সালের জুন ও ২০২৪ সালের মে মাসে ১২ মাসের গড় মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ।

অথনীতিবিদ ড. এ বি  মির্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি অবশ্যই জাতীয় ভোগকে প্রভাবিত করেছে। এছাড়া আয়বৈষম্য ও জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়াও ভোগকে প্রভাবিত করেছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অথ উপদেষ্টা মির্জা আজিজুল  ইসলাম অনুমান করেন, ‘আমি মনে করি কম আমদানি সামগ্রিকভাবে সরবরাহের দিকে নেতিবাচক প্রভাব ফেলেছে। কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের আমদানি ইতিমধ্যে হ্রাস পেয়েছে। তাই স্থানীয় উৎপাদন হ্রাস পেয়েছে এবং ব্যবহার হ্রাস পেয়েছে।’ 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন