Logo
Logo
×

সংবাদ

পাশের বাড়ির মেয়ে আর নয়

এবার মিথিলা চান অন্য কিছু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১২:২৭ পিএম

এবার মিথিলা চান অন্য কিছু

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বলেছেন, ‘প্রেম শেষ, আর চাই না।’ কেন অভিনেত্রী এমন কথা বললেন?

মিথিলা দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিম বাংলাও এখন জনপ্রিয়। সম্প্রতি বাংলাদেশের ‘বাজি’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন। সেখানে তার সাবেক স্বামী অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের উপস্থিতি নিয়েও হচ্ছে তুমুল আলোচনা। সেই আলোচনার মধ্যে অভিনেত্রী বললেন ‘লাভ স্টোরি’তে অরুচি তার অরুচির কথা।

মিথিলার ভাষায়, ‘প্রেমের গল্পে অভিনয় করতে চাই। কিন্তু সেই গল্প হতে হবে ইন্টারেস্টিং। তাতে আমার চরিত্র অন্য রকম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে অন্য কিছু হলে কাজ করব।’ মিথিলা বলেন, ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ের মতো দেখায় বলে এখন আর কমন চরিত্র তাকে টানে না। তাই তিনি গতানুগতিক প্রেমের গল্প এড়িয়ে চলছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন