Logo
Logo
×

সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন ৪০ পদে রদবদল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৩:৩৫ পিএম

পুলিশের ঊর্ধ্বতন ৪০ পদে রদবদল

পুলিশ বাহিনীর ৪০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), নয়জন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), ১৫ জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ১৫ জন পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা রয়েছেন।

আজ রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ৩টি প্রজ্ঞাপন  জারি করা হয়। জনস্বার্থে এসব আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এক প্রজ্ঞাপনে একজন অতিরিক্ত মহাপপরিদর্শক ও নয় জন উপমহাপরিদর্ককে (ডিআইজি) বদলি/পদায়ন করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে ১৫ জন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শককে (অতিরিক্ত ডিআইজি) বদলির আদেশ দেওয়া হয়েছে।  

আলাদা প্রজ্ঞাপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরএকজন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলাগুলো হচ্ছে রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, যশোর, মাদারীপুর, টাঙ্গাইল, নীলফামারী, সুনামগঞ্জ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন