Logo
Logo
×

সংবাদ

বয়কট ইন্ডিয়া : ঢাকায় বন্ধ হয়ে গেল ভারতীয় শো-রুম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৪, ১১:১৪ পিএম

বয়কট ইন্ডিয়া : ঢাকায় বন্ধ হয়ে গেল ভারতীয় শো-রুম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ‘বয়কট ইন্ডিয়া’ প্রচারণার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোতে। ভারতীয় পণ্য বয়কটের এই প্রচারণার প্রভাবে সম্প্রতি বনানীর নিহারিকা কনকর্ড টাওয়ারে বিবা ঢাকা (BIBA Dhaka) নামে নারীদের  কাপরের একটি শো-রুম বন্ধ হয়ে যায়। দোকানটি ভারতীয় ছিল। 

খোঁজ নিয়ে জানা যায়, #BoycottIndia ঘোষণার পর এদের ব্যবসা মুখ থুবড়ে পড়ে। যার কারণে শো-রুমটি বন্ধ করতে হয়। অবশ্য গুগলে পাওয়া শো-রুমটির নম্বরে ফোন করে বন্ধ হওয়ার কারণ জানতে চাইলে বলা হয়, স্পেস নিয়ে জটিলতার কারণে দোকানটি বন্ধ করা হয়েছে। 

মালিকপক্ষ জানায়, এ বছরের শেষে ঢাকার অন্য কোথাও পুনরায় শো-রুমটি খোলার ব্যাপারে আশাবাদী মালিকপক্ষ।

প্রসঙ্গত: বাংলাদেশে ভারতবিরোধী প্রচারণা ক্রমশ বাড়ছে। এই কর্মসূচি ইতোমধ্যেই বাংলাদেশে ভারতের ১২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানিকে প্রভাবিত করেছে৷

প্রভাবশালী বাংলাদেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের নেতৃত্বে এই প্রচারণা শুরু হয়। পরপর তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে হাসিনাকে ক্ষমতায় রাখতে নয়াদিল্লি যথেষ্ট সহায়তা করেছিল এই অভিযোগে তারা ভারতবিরোধী প্রচারণা শুরু করেছিল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন