Logo
Logo
×

সংবাদ

উত্তর কোরিয়ার পর ভিয়েতনাম গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০২:০৪ পিএম

উত্তর কোরিয়ার পর ভিয়েতনাম গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট

ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি সাক্ষরের পর ভিয়েতনাম গিয়েছেন। বৃহস্পতিবার ভোরে তার বিমান হ্যানয় পৌঁছায়।

ভিয়েতনাম বিশ্বের প্রধান শক্তিগুলোর সাথে একটি নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে। তারা ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা করেনি। আবার প্রশংসাও করেনি।

ইউক্রেনে হামলা চালিয়ে পশ্চিমাদের রোষের শিকার পুতিন চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করছেন।

উত্তর কোরিয়া সফরের সময় কিম জং উন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য ‘পূর্ণ সমর্থন এবং সংহতির’ প্রতিশ্রুতি দিয়েছেন।

ভিয়েতনাম সফরে পুতিন উল্লেযোগ্য কোনো সুবিধা-সমর্থন পাবেন বলে মনে করা হচ্ছে। এই নিয়ে পুতিন পাঁচবার ভিয়েতনাম সফর করলেন, যা তাৎপর্যপূর্ণ। সূত্র: আল-জাজিরা

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন