Logo
Logo
×

সংবাদ

ভারতে বিষাক্ত মদ খেয়ে ২৯ মৃত্যু, হাসপাতালে অর্ধশতাধিক

Icon

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০১:৩৪ পিএম

ভারতে বিষাক্ত মদ খেয়ে ২৯ মৃত্যু, হাসপাতালে অর্ধশতাধিক

বিষাক্ত মদ খেয়ে অন্তত ৬৮ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন

ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদ খেয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আরও অন্ত ৫৫ জন, যারা গত কয়েকদিন ধরে বিষাক্ত মদ খেয়েছেন বলে জানা গেছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে অনেকেই করুণাপুরম এলাকার বাসিন্দা। একজন মহিলা বলেছেন, তার ছেলে গুরুতর পেটে ব্যথা এবং চোখ খুলতে অসুবিধার কথা বলেছিলেন। ছেলে বলেছিলেন, তিনি অ্যারাক খেয়েছিলেন। প্রাথমিকভাবে ছেলে হাসপাতাল তাকে ভর্তি হতে অস্বীকার করেছিলেন। রাজ্য সরকারের উচিত সমস্ত মদের দোকান বন্ধ করা।

আরেকজন মা বলেন, ‘আমার ছেলের পেটে প্রচণ্ড ব্যথা। সে দেখতেও পায় না, শুনতেও পায় না। এটা কারও সঙ্গে হওয়া উচিত নয়। মদ বিক্রি বন্ধ করুন।’

বৃহস্পতিবার (২০ জুন) জেলা কালেক্টর এমএস প্রশান্ত গণমাধ্যমকে বলেছেন, ‘কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ পান খেয়ে বুধবার থেকে এখন পর্যন্ত ২৯ জন মারা গেছেন। ১০৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তারা স্থিতিশীল অবস্থায় নেই। তাদের অবস্থার বারবার পরিবর্তন হচ্ছে।’

নিহতদের বেশির ভাগই শ্রমিক। তারা মঙ্গলবার (১৮ জুন) রাতে বিষাক্ত মদ পান করেন। বুধবার সকালে তাদের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, বমি ও মাথাব্যথার মতো লক্ষণ দেখা দেয়। ভুক্তভোগীদের কাল্লাকুরিচি, সালেম ও পুদুচেরি জেলার সরকারি হাসপাতালগুলোয় ভর্তি করা হয়েছে।  সূত্র : এনডিটিভি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন