কুড়িগ্রামে তিস্তা নদীতে ২৬ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় ১৮ জন জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন সাতজন। এর মধ্যে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।
উলিপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো.আব্বাস উদ্দিন বলেন, ‘নৌকাডুবির ঘটনা শোনার পর আমরা উদ্ধার কাজ অভিযান চালাই। ২৬ জন যাত্রীর মধ্যে শুরুতে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে নিখোঁজ ৮ জনের মধ্যে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত আরও সাতজন নিখোঁজ রয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, তিস্তায় প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।