Logo
Logo
×

সংবাদ

সামনে ভোট

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছেন বাইডেন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৬:২৯ এএম

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছেন বাইডেন

অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু বরাবরই। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নির্বাচনের আগে ৫ লাখ স্পাউসকে (স্বামী/স্ত্রী) বৈধতা দিতে যাচ্ছেন। নির্বাহী আদেশে তিনি এই বৈধতা দিতে চান। 

এরই মধ্যে বাইডেনের প্রতিদ্বন্দ্বী উগ্র জাতীয়তাবাদী বলে নিন্দিত ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি নির্বাচনে জিতলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাবেন।

বাইডেনের আদেশ অনুযায়ী, যারা অন্তত ১০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারা আবেদন করতে পারবেন। আবেদন মঞ্জুর হলে বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করতে পারবেন। ‘প্যারোল ইন প্লেস’ নীতিতে অবৈধ অভিবাসীরা গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্ব পাবেন। এ কর্মসূচি গ্রীষ্মের শেষে চালু হবে বলে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন।

আগামী নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল’ (ডাকা) ঘোষণার পর এটিই দেশটিতে অবৈধ অভিবাসীদের জন্য সবচেয়ে বড় কর্মসূচি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডাকা কর্মসূচির ১২তম বার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার নতুন এই নীতি ঘোষণা করলেন বাইডেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন