নারীর ক্ষমতা বেড়েছে বাংলাদেশে। পরিবারেও প্রধান ব্যক্তি হয়ে উঠছেন অনেক নারী। এমন পরিবারের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে গত দুই দশকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সমীক্ষায় এমন তথ্য এসেছে।
বিবিএস বলছে, তারা এ ধরনের সমীক্ষা প্রথম চালায় ২০০৪ সালে। সে সময় দেশে মহিলা-প্রধান পরিবার ছিল প্রায় ৮ শতাংশ। এরপর ২০১১ ও ২০২৩ সালে আবার এই সমীক্ষা চালানো হয়। ২০১১ সালে মহিলা-প্রধান পরিবার ছিল প্রায় ৯ শতাংশ। আর ২০২৩ সালে তা দাঁড়ায় প্রায় ১৫ শতাংশে।
গ্রামে মহিলা-প্রধান পরিবারের হার ১৩ শতাংশ। শহরে এই হার প্রায় ১৫ শতাংশ।
গত বছরের সমীক্ষা চালানো হয় ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত। ১২ হাজার ৪০টি এলাকার ২ লাখ ৯৮ হাজার ৭৩৪ টি পরিবারের ওপর সমীক্ষা চালিয়ে প্রতিবেদন তৈরি করা হয়।
বিবিএসের বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে, মহিলা-প্রধান পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।