Logo
Logo
×

সংবাদ

ঈদের দ্বিতীয় দিন চলছে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০৯:১৪ এএম

ঈদের দ্বিতীয় দিন চলছে পশু কোরবানি

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন জায়গায় চলছে পশু কোরবানি। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে সারাদেশের বিভিন্ন জায়গাসহ রাজধানীর অনেক স্থানে পশু জবাই করেন অনেকে।

জানা গেছে, প্রতিবছর পারিবারিক রীতি মেনে ঈদের পরের দিন পশু কোরবানি করেন অনেকে। সেই ধারাবাহিকতায় আজও চলছে কোরবানি। কেউ কেউ আবার ঈদের দিন কসাই না পেয়ে আজ দিচ্ছেন কোরবানি। কারও কারও পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকায় দুই দিনে একাধিক পশু কোরবানি দিচ্ছেন।

ইসলামের শরীয়ত মতে, কোরবানির পশু জবাই করার সময় থাকে তিন দিন। হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ সামর্থ্য অনুযায়ী কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি করা সম্ভব না হলে, ঈদের পরের দুদিন পশু কোরবানি করা যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন