Logo
Logo
×

সংবাদ

রাজধানীতে কোরবানির গরুর গুঁতা, লাথি ও মাংস কাটতে গিয়ে আহত ৯৪

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০২:৩৬ পিএম

রাজধানীতে কোরবানির গরুর গুঁতা, লাথি ও মাংস কাটতে গিয়ে আহত ৯৪

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির গরুর গুঁতা, লাথি, মাংস কাটার সময় ছুরিতে ৯৪ জন আহত হয়েছেন। আজ সোমবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার পর্যন্ত আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

ঢামেকের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান জানান, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোরবানির গরুর গুঁতা, লাথি, মাংস কাটার সময় ছুরিতে আহত হয়ে ৯৪ জন ঢামেকে এসেছে। আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ডেমরার সারুলিয়া এলাকার মো. বাবুলের (৫৫) অবস্থা গুরতর। গরুর গুঁতাতে গুরুতর আহত মো. বাবুলকে জরুরি বিভাগে আনলে চিকিৎসা দিয়ে তাকে ১০২ নম্বর ওয়ার্ডের ভর্তি রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ৯৪ জন আহত হয়েছেন। জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। আর একজনকে ভর্তি রাখা হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন