Logo
Logo
×

সংবাদ

ঈদের প্রধান জামাতে ৫ স্তরের নিরাপত্তা, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১১:৫৯ এএম

ঈদের প্রধান জামাতে ৫ স্তরের নিরাপত্তা, ড্রোন দিয়ে পর্যবেক্ষণ

হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামায়াতের নিরাপত্তার জন্য এবার পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর নামাজের সময় ড্রোন দিয়ে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

আজ রোববার (১৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের জামাতে কোনোরকম দাহ্য পদার্থ, ধারালো বস্তু নিয়ে যাওয়া যাবে না। মেটাল ডিটেকটর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হবে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ডিবি, এসবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা।

তিনি বলেন, পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ, ড্রোন পেট্টোলিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

এদিকে, কোরবানির পশুর চামড়ার ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা সিন্ডিকেটের চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট থানায় জানাতে হবে।

এ ছাড়া ঈদের ছুটিতে বেপরোয়া মোটরসাইকেল ও কার রেসিং রোধে অভিভাবকদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

জঙ্গি তৎপরতার আগাম খবর নেই জানিয়ে তিনি বলেন, তারপরও ডিএমপি পুরো বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন