Logo
Logo
×

সংবাদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মোসাদ্দেক আলী ফালু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০২:০১ এএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মোসাদ্দেক আলী ফালু

চিকিৎসাধীন মোসাদ্দেক আলী ফালু। ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু। গত ৯ জুন তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার বড় ভাই ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নূরউদ্দিন আহমেদ নূরু এ তথ্য জানিয়েছেন।

আজ শুক্রবার (১৪ জুন) নূরউদ্দিন আহমেদ জানান, বর্তমানে তার ছোট ভাই আগের চেয়ে ভালো। কদিন আগে হঠাৎ করেই ফালু অসুস্থ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার মাথা ঘোরায়, বমি হয়। কখনো কখনো অজ্ঞান হয়ে যান। 

তবে ফালুর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ফালুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন নূরউদ্দিন আহমেদ নূরু।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন