Logo
Logo
×

সংবাদ

মেট্রোরেল ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১১:৫৭ এএম

মেট্রোরেল ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হওয়ায় আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে মেট্রোরেল চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা বলেন।

ডিএমটিসিএল এমডি বলেন, ঈদুল আজহার পর নতুন সময়সূচি কার্যকর হবে।

তিনি বলেন, নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে মেট্রোরেল চলবে সকাল ৭টা ১০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

তিনি আরও বলেন, মেট্রোরেলে কাঁচা চামড়া, রান্না করা মাংস বহন করা যাবে না এবং আগের নিষেধাজ্ঞাও বহাল থাকবে।

ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি।

গত ৬ জুন সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের সময় পরিবর্তন করা হয়।

শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলবে না বলেও জানান তিনি।

শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনে মেট্রোরেলের সময় ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট করা হয়েছে।

মেট্রোরেলের ভাড়া বাড়ার কথা উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'এখনও ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বাড়বে এবং ৩০ জুনের আগে তা বলা যাবে না।’

গড়ে প্রায় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন এবং মেট্রোরেলের ২ হাজার ২০০ যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে।

একদিনে প্রায় সোয়া ৩ লাখ যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন এবং এটি ১৯৪ বার চলে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন