Logo
Logo
×

সংবাদ

আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় ইসির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৪, ০৬:১৬ পিএম

আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় ইসির তদন্ত শুরু

ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি তদন্ত কমিটিও গঠন করেছে ইসি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসির এক যুগ্ম-সচিবকে প্রধান করে ৩ সদস্যের ওই কমিটি গঠন হয়। সম্প্রতি তাদের এনআইডি জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসলে ইসি তা তদন্তের সিদ্ধান্ত নেয়। 

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজের দুই ভাই। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান, আর জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন জেনারেল আজিজ আহমেদ। এর আগে ২০১২ সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দেন।

গত ২১ মে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তার এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দেয়  যুক্তরাষ্ট্র। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন